Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আকমাল হত্যাকান্ডের ঘটনায় দম্পতি গ্রেফতার

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় আকমাল উদ্দিন হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিদ্যাকুট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চরপাড়া এলাকার সাদেক মিয়া (৪৪) ও তার স্ত্রী সুমা আক্তার (৪০)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন। জানা গেছে, বাড়ির সীমানা প্রাচীর নিয়ে আকমাল হোসেনের সঙ্গে তার বড় ভাই সাদেক হোসেনের পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রায় সময়ই দুই ভাইসহ তাদের পরিবারের মাঝে ঝগড়া-বিবাদ ও মারপিটের ঘটনা ঘটত। গত ৯ মে বাড়ির সীমানা নিয়ে ফের আকমাল হোসেনের সঙ্গে বড় ভাই সাদেক হোসেনের বাকবিত-া হয়। এক পর্যায়ে সাদেক হোসেন, তার ছেলে সুমন ও সোহাগ ধারালো বটি দিয়ে আকমাল হোসেনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আকমাল হত্যাকান্ডের ঘটনায় দম্পতি গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ