Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিতা-পুত্রকে লাঠিপেটা

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭ম শ্রেণিতে পড়–য়া এক স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা ওই স্কুল শিক্ষার্থীর পিতা ও ভাইকে লাঠিপেটা করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বখাটেদের অব্যাহত হুমকির মুখে স্কুল শিক্ষার্থীর পরিবার এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মাহনা বটেরচারা এলাকায় ঘটে এ ঘটনা। ব্যবসায়ী মজিবুর রহমান জানান, তার মেয়ে মুক্তা আক্তার স্থানীয় ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থী। প্রায় সময়ই স্কুল থেকে আসা-যাওয়ার পথে স্থানীয় বখাটে রায়হানসহ তার লোকজন উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছে। গতকাল মঙ্গলবার সকালে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গেলে মজিবুর রহমানের সঙ্গে বখাটে রায়হানসহ সহযোগী সজীব, ওয়াসিম, সাহাবুদ্দিনসহ ৩ থেকে ৪ জন বখাটের বাকবিত-া হয়। এক পর্যায়ে বখাটেরা মজিবুর রহমান ও তার ছেলে মারুফ মিয়াকে লাঠিপেটা করে গুরুতর আহত করে। এছাড়া এ ঘটনার ব্যাপারে কোনো প্রকার থানা পুলিশ করলে মেয়ে মুক্তা আক্তারসহ পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি প্রদান করে। হুমকির মুখে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিতা-পুত্রকে লাঠিপেটা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ