বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের ৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। তবে সরকারি হিসেবে এখনও ৬৩ জেলাতে বলা হচ্ছে। সর্বশেষ নেত্রকোনাতেও ডেঙ্গু রোগী পাওয়া গেছে। সেখানকার সিভিল সার্জন ৫ জন ডেঙ্গু রোগীর কথা জানিয়েছেন গণমাধ্যমগুলোকে।
বুধবার (৩১ জুলাই) বিকেল নাগাদ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
সিভিল সার্জন বলেন, আক্রান্তদের মধ্যে একজন মোহনগঞ্জ উপজেলার আর বাকিরা সবাই জেলা শহরের। তারা রাজধানী থেকে এই অসুখ নিয়ে এসেছেন বলে দাবি করেছেন তিনি। তিনি আরও জানান, হাসপাতালে ডেঙ্গু শনাক্তের পরীক্ষার ব্যবস্থা না থাকায় ফিরে গেছেন বেশ কয়েকজন।
সরকারি পরিসংখ্যান সেলের তথ্যানুযায়ী, ৩১ জুলাই, বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ১৮৩। আর প্রাণঘাতী এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন। যদিও বেসরকারি হিসাবে এ সংখ্যা তিনগুণের বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।