Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬২ হাজার টাকা কেজি!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

গত বছর একটুর জন্য মিস করলেও এবার নতুন রেকর্ড গড়ল ভারতের আসাম রাজ্যের ‘মনোহারি চা’। গত মঙ্গলবার মনোহারি বাগানের প্রতি কেজি সোনালি স্পেশ্যালিটি চায়ের দাম উঠল ৫০ হাজার রুপি (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬২ হাজার টাকা)।

গত বছর নিলামে মনোহারি বাগানের এই সোনালি স্পেশ্যালিটি চায়ের দাম উঠেছিল ৪৮ হাজার টাকা প্রতি কেজি। তাদের পিছনে ফেলে ৪৯ হাজার টাকা কেজি দরে চা বিক্রি করে রেকর্ড গড়েছিল অরুণাচল প্রদেশের ডনি পোলো বাগান।

গত মঙ্গলবার ৬২ হাজার টাকা দরে মনোহারি বাগানের দুই কেজি চা কিনে সেই রেকর্ড ভেঙ্গে দিল সৌরভ টি ট্রেডার্স। গুয়াহাটি চা নিলাম কেন্দ্রের সম্পাদক দীনেশ বিহানির দাবি, নিলামে এ পর্যন্ত এটিই ভারতে চায়ের সর্বোচ্চ দাম।

মনোহারি বাগানের মালিক রাজন লোহিয়া জানান, এ বছর চা উৎপাদনের অনুক‚ল আবহাওয়া না থাকায় মাত্র পাঁচ কেজি ‘এক্সকুইজিট স্পেশ্যালিটি অর্থডক্স’ চা উৎপাদন করেছেন। তার দাবি, পাতা থেকে নয়, কুঁড়ি থেকে তৈরি হয় এই চা। অপ্রস্ফুটিত কুঁড়িগুলিকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে ‘স্প্রিং ব্লেন্ডিংয়ের’ মাধ্যমে এই চা তৈরি হয়। এই পদ্ধতিতে তৈরি চা-ই অর্থডক্স চা বলে পরিচিত।

টি বোর্ডের চেয়ারম্যান প্রভাতকমল বেজবরুয়া বলেন, ‘হাতে তৈরি বিশেষ চা ধীরে ধীরে কমে আসছে। মনোহারি যা দাম পেয়েছে, তাতে এই বিশেষ ধরনের চা তৈরিতে অন্য বাগানগুলো উৎসাহ পাবে।’ সূত্র : এনডিটিভি।



 

Show all comments
  • Murad Chowdhury ১ আগস্ট, ২০১৯, ১:২৬ এএম says : 0
    Amader sylhet er taza best
    Total Reply(0) Reply
  • Saiful Islam ১ আগস্ট, ২০১৯, ১:২৭ এএম says : 0
    আমাদের সিলেটের 'চা' ই ভালো!
    Total Reply(0) Reply
  • Saiful Islam ১ আগস্ট, ২০১৯, ১:২৭ এএম says : 0
    আমাদের সিলেটের 'চা' ই ভালো!
    Total Reply(0) Reply
  • Bd Robi Biswas ১ আগস্ট, ২০১৯, ১:২৭ এএম says : 0
    এতোদাম কেমনে হয়
    Total Reply(0) Reply
  • সিদরাতুল মুনতাহা ১ আগস্ট, ২০১৯, ১:২৯ এএম says : 0
    এত দামের চা কে খাবে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ