Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মডেলের জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

নতুন মডেলের জোড়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির পূর্ব উপকূল অভিমুখে এগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটি ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার ওপর দিয়ে ২৫০ কিলোমিটার দূরের জাপান সাগরে অবতরণ করে। এ নিয়ে পিয়ংইয়ং চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এর আগে গত ২৫ জুলাই স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। ওয়াশিংটন ও সিউলের মধ্যে অনুষ্ঠিতব্য আসন্ন সামরিক মহড়া প্রশ্নে সতর্ক বার্তা উচ্চারণের পর দুই দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটালো দেশটি। অবশ্য বুধবার উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটি আগের ক্ষেপণাস্ত্রের মতো নয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস)। তারা বলছেন, পিয়ংইয়ংয়ের আগের ক্ষেপণাস্ত্রগুলোর চাইতে এগুলো ভিন্ন মডেলের। তবে পিয়ংইয়ংয়ের ওপর নজরদারি অব্যাহত রাখছে সিউল। বিবিসির খবরে বলা হয়, বুধবার ভোরে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবারের ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ ৩০ কিলোমিটার উপরে উঠে ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে (পূর্ব সাগর নামেও পরিচিত) গিয়ে পড়েছে। এবার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো গত সপ্তাহে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর ‘চেয়ে আলাদা ধরনের’ বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফস (জেসিএস) জানিয়েছে। তাদের পানিসীমায় কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসে পড়েনি বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাও সিএনএন-এর কাছে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই কর্মকর্তা জানান, এটি যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য কোনও হুমকি নয়। কেননা, উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটি সাগরে অবতরণ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) অবশ্য সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কোরীয় উপদ্বীপে উত্তেজনা হ্রাসের প্রচেষ্টায় সহায়ক হবে না। আমরা পিয়ংইয়ংকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানাই। এর আগে গত ২৫ জুলাই স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবাজদের প্রতি গুরুতর হুঁশিয়ারি হিসেবে আখ্যায়িত করেছিল উত্তর কোরিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও সতর্ক করে দিয়ে বলেছে, এ ঘটনা ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিরস্ত্রীকরণ আলোচনা ফের শুরুর পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে। সিএনএন, বিবিসি।



 

Show all comments
  • Moin Ahmed ১ আগস্ট, ২০১৯, ১:৪৭ এএম says : 0
    উত্তর কোরিয়া করলে যুদ্ধবাজ আমেরিকার দৃষ্টিতে কোন অন্যায় না, কিন্তু কোন কিছু না করেই দোষী ইরান।
    Total Reply(0) Reply
  • Md Maruf ১ আগস্ট, ২০১৯, ১:৪৭ এএম says : 0
    লাভ কি যদি আম্রিকির মূলভুখন্ডে গিয়া না পড়ে
    Total Reply(0) Reply
  • Md Abdus Salam ১ আগস্ট, ২০১৯, ১:৪৭ এএম says : 0
    Very good
    Total Reply(0) Reply
  • নিস্তব্ধ অন্ধকার ১ আগস্ট, ২০১৯, ১:৪৮ এএম says : 0
    উত্তর কোরিয়া একটা জিনিস যে চীন কেউ মানে না ..আর অমেরিকা তো দুরের কথা ..
    Total Reply(0) Reply
  • পাবেল ১ আগস্ট, ২০১৯, ১০:০৬ এএম says : 0
    এগিয়ে যাও
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ