মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের এমন মনোভাবের কথা জানান। এ সময় তিনি ব্রাজিলের উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জেইর বলসোনারো-র সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ট্রাম্প বলেন, জেইর বলসোনারো-র সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে অঞ্চলটির দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যকার বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমিয়ে আনা সহজ হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ব্রাজিলের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে উপনীত হতে কাজ করে যাচ্ছি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চুক্তির সম্ভাবনা নিয়ে কথা বললেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে গত বছর যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ১০০ বিলিয়ন ডলারেরও বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো-র মিল রয়েছে। তারা উভয়েই উগ্র ডানপন্থী হিসেবে পরিচিত। ২০১৮ সালের অক্টোবরে জেইর বোলসোনারো ক্ষমতায় আসার পর তাকে অভিনন্দন জানান ট্রাম্প। একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন দুই নেতা। তবে ব্রাজিলের বিরোধীদের দাবি, কট্টর-ডানপন্থী সাবেক সেনা কর্মকর্তা বোলসোনারো-র উত্থানে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।