মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানে তীব্র দাবদাহে ১১ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া দাবদাহে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচ হাজার ৬৬৪ জনকে। মঙ্গলবার জাপান টাইমস এ তথ্য জানিয়েছে। আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রোববার রাতে বিনোদন পার্কে বিশেষ পোশাক পরিধান করে অনুশীলনের সময় ২৮ বছরের এক অভিনেতার মৃত্যু হয়েছে। যারা তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন তাদের প্রতি দুজনের মধ্যে এক জনের বয়স ৬৫ বা তার বেশি এবং প্রতি তিন জনে এক জনের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। গত সপ্তাহের তুলনায় গরমে অসুস্থতাজনিত রোগীর সংখ্যা তিন গুণ বেড়ে পাঁচ হাজার ৬৬৪ জনে দাঁড়িয়েছে। এর আগে এই সংখ্যা ছিল এক হাজার ৯৪৮ জন। ১১টি ভিন্ন জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার জিফু জেলার ইবিগাওয়া শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ইওয়াতে জেলার কামাইশিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। জাপান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।