Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গরু ভীমরতি তেলেঙ্গানা মন্ত্রীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

হিন্দুরা গরুকে দেবতা হিসেবে মানে। তাই হিন্দুদের ভাবাবেগের প্রতি সম্মান জানাতে আসন্ন ঈদুল আজহায় গরু কুরবানি না দিতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলি। টিআরএস তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলি এসময় মুসলমানদের গরুর বদলে অন্য কোনও পশু, যেমন ছাগল বা ছোট কোনও পশু কুরবানিরও পরামর্শ দেন। মন্ত্রী বলেন, আসন্ন কুরবানির ঈদে (ঈদুল আজহা) মুসলিমদের উচিত গরু কুরবানি থেকে বিরত থাকা। কারণ এ দেশের একটা বড় স¤প্রদায় গরুকে দেবতা রূপে পুজো করে। সুতরাং সংখ্যালঘু মুসলমানদের উচিত বড় স¤প্রদায়ের লোকদের ভাবাবেগকেও সম্মান জানানো। মাহমুদ আলি আরও বলেন, গরু কুরবানি করা নিয়ে যদি কোনও অশান্তি তৈরি হয়, তাহলে আইন নিজের হাতে কাজ করবে। সেক্ষেত্রে মুসলিমদেরও ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ