মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের শিনজিয়াংয়ে বন্দিশিবিরে আটককৃতদের অধিকাংশকে ‘সমাজে ফেরত পাঠানো’ হয়েছে। মঙ্গলবার শিনজিয়াংয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবি করেছেন। তবে সা¤প্রতিক বছরগুলোতে বন্দিশিবিরে কতজনকে আটক রাখা হয়েছিল সেই পরিসংখ্যান দিতে অস্বীকার করেছেন তিনি। জাতিসংঘের বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের হিসেবে শিনজিয়াংয়ে বন্দিশিবিরে অন্ততপক্ষে ১০ লাখ উইঘুর মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু মসুলিম গোষ্ঠির সদস্যকে আটক রেখেছে চীন। বেইজিংয়ের দাবি, ধর্মীয় চরমপন্থা দূর করতে সহায়তামূলক প্রকল্প হিসেবে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ ও নতুন কাজের প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবিরে। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ধর্মীয় বিশ্বাস পরিবর্তনের জন্য এই বন্দিশিবিরে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালায় চীন সরকার। বেইজিংয়ে সংবাদ সম্মেলনে শিনজিয়াংয়ের ভাইস চেয়ারম্যান তুনিয়াজের কাছে জানতে চাওয়া হয় কতজন লোককে শিবিরে রাখা হয়েছে। জবাবে তিনি জানান, এই সংখ্যাটি ‘উৎসাহব্যঞ্জক’। তাদের অধিকাংশই ‘সফলভাবে কাজ পেয়েছে।’ সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।