Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরমুজে ইরান-রাশিয়ার মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে ইরান ও রাশিয়ার নৌ বাহিনী মহড়া চালাবে বলে জানিয়েছেন ইরানের নৌ বাহিনীর কমান্ডার হোসেইন খানজাদি। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এবং হরমুজ প্রণালীতে এ মহড়া চালানো হবে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাশিয়া ও ইরান উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এক যোগে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। চলতি বছরের শেষ দিকে ইরান-রাশিয়া এ মহড়া করতে পারে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরানা নিউজ এজেন্সি। তবে মহড়ার নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। ইরানের নৌ বাহিনীর কমান্ডার হোসেইন খানজাদি বর্তমানে তিন দিনের সফরে রাশিয়ায় রয়েছেন। রাশিয়ার নৌ বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে তিনি এ ভ্রমণ করছেন। এদিকে পারস্য উপসাগরে তেল ট্যাংকারের নিরাপত্তা বিষয়ে ইউরোপীয় নৌবহর গঠনের ঘোষণাকে ‘শত্রুভাবাপন্ন’ ও ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছে ইরান। ইরনা, তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ