মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান ও চীনের নেতারা যেসব বিষয়ে একমত হয়েছেন সেগুলো বাস্তবায়ন করা হবে এবং দুই দেশ কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করবে। মঙ্গলবার বেইজিং সফররত পাকিস্তানের জয়েন্ট চিফট অব স্টাফ কমিটির চেয়ারম্যান জুবাইর মাহমুদ হায়াতের সঙ্গে আলাপকালে চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান এ কথা বলেন। ওয়াং বলেন, দুই পক্ষকে চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি) নির্মাণের ক্ষেত্রে সুদৃঢ় অগ্রগতি অর্জন করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে অধিকতর অগ্রগতি হাসিলের জন্য সন্ত্রাসদমন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে হবে। পাকিস্তানকে চীনের সর্ব মওসুমের একমাত্র কৌশলগত সহযোগিতা অংশীদার হিসেবে উল্লেখ করে ওয়াং বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিবেশে পরিবর্তন সত্তে¡ও দুই দেশ সবসময় পরস্পরকে বিশ্বাস ও সহায়তা করে গেছে। দ্বিপাক্ষিক সম্পর্কের জোরালো গতিশীলতার প্রশংসা করে তিনি বলেন সিপিইসি’র অর্জনের প্রতি জোর দিতে হবে। তিনি বলেন, সিপিইসি সহযোগিতা নতুন পর্যায়ে উপনীত হতে যাচ্ছে যা সমৃদ্ধি, স¤প্রসারণ ও উচ্চমানের উন্নয়নের বৈশিষ্ট্যমন্ডিত। জুবাইর চীন-পাকিস্তান সম্পর্কের উচ্ছ¡সিত প্রশংসা এবং চীনের উন্নয়নের তারিফ করেন। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।