Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে থাকার জন্য লোভনীয় প্রস্তাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

একসঙ্গে পোল্যান্ডের নাগরিক ও তরুণ হওয়া এতোটা লোভনীয় হয়তো কখনোই ছিল না। ২০ লাখ তরুণকে দেশে রাখতে তাদেরকে আয়কর অব্যাহতির মতো লোভনীয় প্রস্তাব দিয়েছে পোল্যান্ড সরকার। হঠাৎ করে সরকারের কেন এই প্রস্তাব? এ১৫ বছর আগে ইউরোপীয় ইউনিয়নে পোল্যান্ড যোগ দেওয়ার পর মেধাবি তরুণরা দেশ ছাড়তে শুরু করে। আর এই মেধাপাচার ঠেকাতেই শেষ পর্যন্ত সরকারকে এই উদ্যোগ নিতে হয়েছে। প্রধানমন্ত্রী মাতিউসজ মোরাউইচকি জানিয়েছেন, কর অব্যাহত তরুণদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে, যাতে তারা পশ্চিমে যা পাওয়া যায় তার সঙ্গে মিল রেখে চলতে পারে। পোল্যান্ডে ২৬ বছরের কম বয়সীদের বার্ষিক আয় ২২ হাজার ৫৪৭ মার্কিন ডলারে নিচে হলে ১৮ শতাংশ আয়কর দিতে হয়। আগামী পহেলা আগস্ট থেকে এই কর থেকে অব্যাহতি পাচ্ছেন তরুণরা। বড় অংকের এই কর ছাড়ের ফলে পোলিশদের বার্ষিক গড় আয় দাঁড়াবে ১৫ হাজার ৭০০ মার্কিন ডলার। মোট ২০ লাখ লোক এই সুবিধা পাচ্ছে বলে দেশটির সরকার জানিয়েছে। ২০০৪ সালে পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের সাতটি দেশ ইউরোপীয় ইউনিয়নে
যোগ দেয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ