Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র আয় সন্তোষজনক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

গত শুক্রবার ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘অর্জুন পাটিয়ালা’ এবং ‘পাগল’মুক্তি পাবার কথা ছিল অবশ্য শেষ পর্যন্ত প্রথম দুটি মুক্তি পেয়েছে। এর মধ্যে আয় ও প্রশংসায় এগিয়ে আছে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’আর এমনটাই কথা ছিল। প্রশংসায় যতটা এগিয়ে ফিল্মটি আয়ে কিন্তু ততটা এগিয়ে নয়। অ্যাকশন থ্রিলার ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ পরিচালনা করেছেন প্রকাশ কোবেলামুদি; অভিনয় করেছেন কঙ্গনা রানৌত, রাজকুমার রাও, আমায়রা দাস্তুর, সতীশ কৌশিক এবং বৃজেন্দ্র কালা। তনিষ্ক বাগচী সঙ্গীত পরিচালনা করেছেন। চলচ্চিত্রটির প্রাথমিক নাম ছিল ‘মেন্টাল হ্যায় কেয়া’; ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির আপত্তিতে এর নাম বদল করা হয়েছে। প্রথম দিন ফিল্মটির আয় ৫.৪ কোটি রুপি, শনিবার বেড়ে আয় হয়েছে ৮.০২ কোটি রুপি। রবিবারের ৮.৬২ কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ২২.০৪ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ২.৫ কোটি রুপি। পাঁচে ফিল্মটি সাড়ে তিন তারকা পেয়েছে। রোহিত যুগরাজ পরিচালিত অ্যাকশন কমেডি ‘অর্জুন পাটিয়ালা’তে অভিনয় করেছেন দিলজিত দোসাঞ্জ, কৃতি সানোন, বরুণ শর্মা, রোনিত রায়, সীমা পাহবা, মোহাম্মাদ জিশান আইয়ুব, অমিত মেহরা, মনজোত সিং বিকাস ভার্মা এবং একটি বিশেষ দৃশ্যে সানি লিওনি। শুক্রবারে ১.২৫ কোটি রুপি দিয়ে শুরু করে ফিল্মটি মঙ্গলবার পর্যন্ত আয় করেছে ৪.৯ কোটি রুপি। ফিল্মটি খুব প্রশংসা পায়নি। ‘সুপার থার্টি’ আয় করেছে ১২৬ কোটি রুপি। ‘কবির সিং’ ২৭৬ কোটি রুপি আয় করে বলিউডের এই বছরের সবচেয়ে ব্যবসাসফল ফিল্মের মর্যাদা পেয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘জাজমেন্টাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ