Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গৌরনদীতে এক মহিলার মৃত্যু

নতুন আরো একজন আক্রান্ত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ৬:০৩ পিএম

বরিশালের গৌরনদীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আলেয়া বেগম নামের এক মহিলার মৃত্যুর পাশাপাশি নতুন করে আরো একজন আক্রান্ত হয়েছে। এ ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে কিছুটা ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসকরা বলছেন এ ঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই। গত মঙ্গলবার বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের ডেংগু রোগীর মৃত্যু ঘটে। আক্রান্ত সকলেই ঢাকায় এডিস মশার আক্রমনে ডেংগু আক্রান্ত হয়ে বরিশালে এসে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গৌরনদী সদরের আশোকাঠী গ্রামের মোহাম্মদ ফকিরের স্ত্রী আলেয়া বেগম (৬১) রাজধানী ঢাকার খিলগাঁও চৌধুরী পাড়া এলাকায় তার বড় মেয়ের বাসায় ১৫ দিন বেড়ানোর পর গত বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরে জ্বরে আক্রান্ত হন। পরদিন তিনি স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। এতে সুস্থ্য না হয়ে দিন দিন তার অবস্থা আরো খারাপ হতে থাকলে মঙ্গলবার অপর এক চিকিৎসক তাকে রক্ত পরক্ষার পরামর্শ দিলে পরিক্ষায় তার ডেংগু ধড়া পরে। কিন্তু ঐ ডায়গনস্টিক ল্যাবেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পরে কর্তব্যরত চিকিৎসক আলেয়াকে মৃত বলে ষোষণা করেন।

বুধবার সকালে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে মোঃ জাহিদুল সরদার (৩০) নামে নতুন করে আরো একজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার নলচিড়া গ্রামে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ