বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, বানবাসী মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রীর অভাবে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে । বানবাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসা ঈমানী ও নৈতিক দায়িত্ব। তিনি আলেম উলামা ও ইসলামী সংগঠনগুলোর পাশা পাশি রাজনৈতিক দল, শিক্ষক, চাকুরীজীবি ও বিত্তশালী সকলকে বন্যা কবলিত মানুষের দূর্যোগে এগিয়ে আসার আহবান জানান। তিনি বুধবার দুপুরে কুিড়গ্রাম জেলার খলিলপুর ক্যাম্পে বন্যা দুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা ইবরাহীম খলীল, নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান, সাবেক সেক্রেটারী জেনারেল মুফতি মুনিরুজ্জমান, মাওলানা নিজামুদ্দীন প্রমূখ। প্রায় চারশত পরিবারকে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।