Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ৩:৪৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ।
আজ বুধবার রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন কুড়াতলী এলাকায় অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এআইইউবি ক্যাম্পাসে ড. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজ অনুষ্ঠানে ‘বাংলাদেশের চলমান কূটনীতি’ শীর্ষক বক্তৃতা করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তবে চীনের কাছ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছি। একইসঙ্গে রাশিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্র।

ড. মোমেন বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়-কূটনীতির এই মূলনীতি অনুসরণ করেই ভারত এবং চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ। আমরা পশ্চিমাদের সঙ্গে যেমন সুসম্পর্ক বজায় রাখছি, একইভাবে মুসলিম দেশগুলোর সঙ্গেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখছি। আর আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী বন্ধু হচ্ছে রাশিয়া।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে অথচ, যুক্তরাষ্ট্রে প্রতিবছর পুলিশের হাতে এক হাজারের বেশি মানুষ মারা যায়। তা নিয়ে কেউ কথা বলে না।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, প্রথমবারের মতো মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব নিয়ে কথা বলছে, কক্সবাজারে রোহিঙ্গারা নাগরিকত্বের দাবি তুললে তারা ফিরে গিয়ে এটি নিয়ে আলোচনার জন্য রাজি হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ