মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
খোঁজ পাওয়া যাচ্ছে না ভারতের বৃহত্তম কফি চেইন ‘ক্যাফে কফি ডে’র সহপ্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থের। গত সোমবার স্থানীয় সময় রাতে ব্যাঙ্গালুরু থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানায়, নিখোঁজ ভিজি সিদ্ধার্থ কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের জামাতা। নিখোঁজের আগে রাজ্যের চিকমাগালুরু এলাকায় এক বাণিজ্য সংক্রান্ত ভ্রমণে গিয়েছিলেন ৫৫ বছর বয়সী এই ব্যবসায়ী।
পুলিশের তদন্তে শেষবার তাকে নেত্রবতী নদীর ওপর উল্লাল সেতুর পাশে দেখা যায় বলে খবর পাওয়া গেছে। যদিও এরপর থেকে ‘ক্যাফে কফি ডে’র সহপ্রতিষ্ঠাতার আর কোনো সন্ধান নেই কারও কাছে।
ভিজি সিদ্ধার্থের নিখোঁজের খবরে এরই মধ্যে সরকারের বিভিন্ন মহলে নানা প্রশ্নের সূত্রপাত হয়েছে। সংবাদমাধ্যম ‘পিটিআই’ জানায়, সিদ্ধার্থ তার গাড়ির ড্রাইভারকে নেত্রবতী নদীর ব্রিজের কাছে নিয়ে যেতে বলেন। তিনি বলেন, যে তিনি একটু ঘুরে আসছেন। যদিও দক্ষিণ কন্নড় থানার পুলিশের দাবি, সিদ্ধার্থ তার ড্রাইভারকে নিজের ফেরা অবধি সেই ব্রিজেই অপেক্ষা করতে বলেছিলেন। এতে প্রায় দুই ঘণ্টা পরও তিনি ফিরে না এলে চালক পুলিশের কাছে এই ব্যবসায়ীর নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এ দিকে নিখোঁজ রহস্যের তদন্তের শুরুতেই পুলিশের হাতে একটি চিঠি আসে। গত ২৭ জুলাই ‘ক্যাফে কফি ডে’র বোর্ড অব ডিরেক্টরস এবং কোম্পানিটির সকল সদস্যকে উদ্দেশ্য করে সিদ্ধার্থ চিঠিতে লিখেছিলেন। যেখানে লেখা আছে, ‘আমি সঠিকভাবে একটি লাভজনক ব্যবসা উন্নিত করতে গিয়ে বারংবার ব্যর্থ হচ্ছি। আপনারা যারা আমার ওপর আস্থা রেখেছিলেন তাদের হতাশ হতে দেখে আমি ভীষণ দুঃখিত। আমি দীর্ঘ সময় যাবত লড়াই করেছি, যদিও এবার হাল ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। কেননা ব্যক্তিগত অংশীদারিত্ব ফিরিয়ে দেয়ার যে চাপ আসছিল তা আমি বইতে পারছি না। গত ছয় মাস আগে এক বন্ধুর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ধার নিয়ে সেই লেনদেন মেটানোর চেষ্টা করছি। তবে অন্য ঋণদাতাদের তীব্র চাপ পরিস্থিতিকে আরও জটিল করে দিচ্ছে।’
অপরদিকে জামাতার নিখোঁজের সংবাদ পেয়েই গতকাল মঙ্গলবার কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের বেঙ্গালুরুর বাড়িতে যান রাজ্যের সদ্য নিযুক্ত মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। সাবেক এই মুখ্যমন্ত্রীর বেঙ্গালুরুর বাসভবনে গিয়ে দেখা করেন কংগ্রেসের আরেক নেতা বি এল শঙ্কর। এর আগে ইউপিএ সরকার টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছিলেন এস এম কৃষ্ণ। কর্ণাটকের ১৬তম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন বর্ষীয়ান এ নেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।