মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ ইথিওপিয়াতে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ৩৫ কোটি তিন লাখ গাছ রোপণ করা হয়েছে। সোমবারের এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা মনে করছেন, এটি একটি বিশ্ব রেকর্ড। খরা প্রবণ এই দেশটিতে আবহাওয়া পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করা এবং দেশটির বন-উজাড় হয়ে যাওয়ার পরিস্থিতি থেকে বাঁচতে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ স্বয়ং এই প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন। সরকারি কর্মকর্তারাও যেন বৃক্ষরোপণে অংশ নেয়ার সুযোগ পান সেজন্য সরকারি কার্যালয়ও বন্ধ রাখা হয়।জাতিসংঘের হিসেব অনুযায়ী, বিংশ শতাব্দীর শুরুর দিকে ইথিওপিয়ার বনভূমির পরিমাণ ছিল প্রায় ৩৫ শতাংশ। কিন্তু ২০০০ সালের শুরুর দিকে তা নেমে আসে প্রায় ৪ শতাংশের কাছাকাছি। প্রধানমন্ত্রী আবি আহমেদ তার গ্রিন লিগেসি ইনিশিয়েটিভ-এর অংশ হিসেবে এই বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করেন। সারা দেশের প্রায় ১০০০টি স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং ইথিওপিয়াতে থাকা বিদেশী রাষ্ট্রদূতদেরকে বৃক্ষ রোপণ কাজে সম্পৃক্ত করা হয়। একদিনে রেকর্ড সংখ্যক গাছ রোপণ করার বর্তমান রেকর্ডটি রয়েছে ভারতের দখলে। ২০১৬ সালে দেশটিতে একদিনে ৫ কোটি গাছ রোপণ করা হয়েছিল। সেই রেকর্ড ভাঙতে চলেছে ইথিওপিয়া। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।