মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে একটি আবাসিক ভবনের ছাদে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত মধ্যরাতের ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন। নিহতদের মধ্যে পাঁচ সেনা সদস্যও রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির জরুরি বিভাগের পক্ষ থেকে প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম । দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন বেসামরিক। এর মধ্যে ১২ জনকে দ্রæত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ বিমানটিতে থাকা পাঁচ ক্রু-র সবাই নিহত হয়েছেন। তবে বিবৃতিতে দুর্ঘটনার কারণ বা এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। যে বাড়ির ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে নিহত হয়েছেন আরও ১২ জন বেসামরিক। টেলিভিশনের ফুটেজে দুর্ঘটনাস্থল এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিকভাবেই নিয়ন্ত্রণক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। তবে এর কারণ জানা যায়নি। টিআরটি ওয়ার্ল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।