Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দুকের জন্য গাছ প্রকল্প পাঞ্জাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

বন্দুক আর গাছের চারার মধ্যে আপাত কোনও মিল খুঁজে পাওয়া কষ্টকর। কিন্তু ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাব এই দুইয়ের মধ্যে সংযোগ ঘটিয়েছে। বিবিসি জানিয়েছে, রাজ্যের ফিরোজিপুর জেলায় এখন কোনও বন্দুকের লাইসেন্সের আবেদন করার আগে অন্তত দশটি গাছের চারা রোপণ করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, রোপণ করা গাছের চারার সঙ্গে তোলা সেলফি বন্দুকের আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। ভারতের পাঞ্জাবে বন্দুকের লাইসেন্সের আবেদন করতে হলে গাছের চারার সঙ্গে সেলফি উপস্থাপন করতে হচ্ছে। পাঞ্জাবে তিন লাখ ৬০ হাজার লাইসেন্সধারী বন্দুক মালিক রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বন্দুকের লাইসেন্স সংখ্যার দিক দিয়ে তৃতীয় বড় রাজ্য এটি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সময় এই আদেশ জারি করা হয়। বহু মানুষ এই আদেশ মেনে আবেদন করায় স¤প্রতি তা স্থানীয় সংবাদমাধ্যমের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। গাছের চারার সঙ্গে সেলফি তুললেই বন্দুকের লাইসেন্স মেলার নিশ্চয়তা দিচ্ছে না রাজ্যটি। এর ফলে কেবলমাত্র এটাই নিশ্চিত হবে যে ওই আবেদনটি অন্তত বিবেচনার যোগ্য হবে। ফিরোজিপুর জেলার কমিশনার চন্দ্রর গইন্দ বিবিসি’কে বলেন, পাঞ্জাবিবা গাড়ি, বন্দুক আর মোবাইল ফোনের জন্য পাগল। এবার তাদের গাছের চারা রোপণের জন্য পাগল করতে হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ