Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

সিঙ্গাপুরে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

সিঙ্গাপুরে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে। এই নয় জনের মধ্যে চারজন গত ৩০ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে মারা গেছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি (এনইএ) এক যৌথ বিবৃতিতে একথা জানায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সিএনএ। প্রথমজন মারা যান ৩০ জুনে। ৭০ বছর বয়সী এই ব্যক্তি হৌগাং অ্যাভিনিউ ফাইভে বাস করতেন। এই এলাকায় ১২ জুলাই পর্যন্ত আরও চারজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়। অন্য তিনজন মারা যান ১৬ জুন। ইউনোস ক্রিসেন্টে বসবাসরত ৭৭ বছর বয়সী এক ব্যক্তি এই তিন জনের একজন। ২০ জুলাই পর্যন্ত এই এলাকায় ছয়জন ডেঙ্গুতে আক্রান্ত হন। কর্তৃপক্ষ জানায়, ২৮ জুন তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এলাকাটির বিভিন্ন বাসাবাড়ির প্রাঙ্গণ থেকে আটটি মশার প্রজনন বাসস্থান ধ্বংস করে এনইএ। সিএনএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ