Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ৪:৫৭ পিএম

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া দুজনের মৃত্যু ঘটেছে সোমবার গভীর রাতে। এদের মধ্যে বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুরের নাসির খান(২৪) সোমবার রাত সাড়ে ৯টায় ও পিরোজপুরের কাউখালীর গোসনতলার সোহেল(১৮) রাত দেড়টার দিকে মারাত্মক ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরা দুজনই ঢাকায় থাকতেন বওে পরিবারের তরফ থেকে বলা হয়েছে। আক্রান্ত হবার পরে গ্রামের বাড়ীতে আসেন। সেখান থেকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হলে দ্রুত তাদের রক্তচাপ কমতে থাকে। মঙ্গলবার সকালে তাদের মৃত্যু ঘটে।
এরিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালটিতে ২৪ ডেঙ্গু আক্রান্ত রোগী শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বওে পরিচঅলক জানিয়েছেন। এপর্যন্ত হাসপাতালটিতে প্রায় ৭০জন ডেঙ্গু রোগীর চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গুতে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ