গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর হাজারীবাগ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত সুমন অস্ত্র ব্যবসায়ী। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হাজারীবাগের শিকদার মেডিক্যালের পাশে এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার এসআই কাউছার আহমেদ বলেন, ভোরে শিকদার মেডিক্যালের পাশে মেডি ডেন্টাল রোডে গুলিবিদ্ধ অবস্থায় একজন পরে আছে এমন তথ্যের ভিত্তিতে সুমনকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান। এদিকে গতকাল টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরও দু’জন নিহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।