Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলে থাকছে না চিটাগং ভাইকিংস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

আগামী ৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সপ্তম আসর। গত শনিবারই তারিখ ঘোষণা করে বিসিবি। কিন্তু এই আসরে খেলছে না আগের আসরে অংশ নেওয়া চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংস। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকা ডিবিএল গ্রæপ সরে দাঁড়ানোয় নতুন আগ্রহী খুঁজতে দরপত্র দিয়েছে বিসিবি।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, ‘উনারা কন্টিনিউ করবে না। ডিবিএল গ্রæপ নামে যেটা ছিল তারা কন্টিনিউ করবে না। আজ (গতকাল) এক্সপ্রেশনাল ইন্টারেস্ট দেওয়া হয়েছে। নতুন কেউ নিলে চট্টগ্রামের দল অন্য কোন নামে আসতে পারে।’
চলতি বছর বিপিএলের ৬ষ্ঠ আসরে দলটির সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ডিবিএল গ্রæপের সরে দাড়ানোর কথা নিশ্চিত করেছেন তিনিও, ‘ওরা তো মালিকানা ছেড়ে দিছে। ওরা করবে না। এখন আমরা তো জবলেস। এখন নতুন ফ্র্যাঞ্চাইজি এলে নতুন নামে হতে পারে।’

২০১৫ সালের বিপিএলের তৃতীয় আসর থেকে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি হিসেবে চিটাগং ভাইকিং দল পরিচালনা করে আসছিল ডিবিএল গ্রæপ। তিন আসরে অংশ নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে ঝমকালো আসর থেকে নিজেদের সরিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিটি। শেষপর্যন্ত তারা না এলে বিপিএল গড়াতে পারে ছয় দল নিয়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ