Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিষ প্রয়োগের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন তার চিকিৎসক অ্যানাস্তাসি ভাসিলিয়েভা। ৩০ দিনের জন্য নাভালনিকে জেল দেয়া হয়েছিল। কিন্তু মুখ মারাত্মকভাবে ফুলে যাওয়ায় এবং ত্বক লাল হয়ে উঠার পর তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষ বলছে, জেলে থাকা অবস্থায় মারাত্মক এলার্জি সংক্রমিত হয়েছেন নাভালনি। কিন্তু রাষ্ট্রপক্ষের এ দাবি প্রত্যাখ্যান করেছেন তার চিকিৎসক ভাসিলিয়েভা। তিনি বলেছেন, তার কোনো এলার্জি নেই। কখনো ছিলও না। উল্লেখ্য, স্থানীয় নির্বাচন থেকে বিরোধী দলীয় প্রার্থীদের বাইরে রাখার প্রতিবাদ বিক্ষোভ আহ্বান করার কারণে অ্যালেক্সি নাভালনিকে গ্রেপ্তার করে ৩০ দিনের জেল দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার ওই বিক্ষোভ থেকে রাশিয়ার পুলিশ মস্কো থেকে গ্রেপ্তার করেছে কমপক্ষে ১০০০ জনকে। ২০১৭ সালে অ্যালেক্সি নাভালনির মুখে ‘গ্রিন ডাই’ ছুড়েছিল পুলিশ। সে সময় তার চিকিৎসা করেছিলেন অ্যানাস্তাসি ভাসিলিয়েভা। তিনি ফেসবুকে বলেছেন, জেলখানায় অন্য বন্দিদের যে খাবার দেয়া হয়েছে নাভালনিকেও সেই একই খাবার দেয়া হয়েছে। এ ছাড়া তিনি ব্যক্তিগত চর্চার কোনো পণ্যও ব্যবহার করেন না। এমন অবস্থায় তার ত্বকে ক্ষতিকর বিষাক্ততা ও ফুলে উঠার বিষয়টিকে আমরা এড়িয়ে যেতে পারি না। এটা হয়েছে অজ্ঞাত কোনো রাসায়নিকের কারণে। কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে তার ওপর এটা প্রয়োগ করা হয়েছে। ভাসিলিয়েভা আরো বলেছেন, নাভালনির সঙ্গে সাক্ষাত করতে তাকে ও অন্য চিকিৎসকদের বাধা দেয়া হয়েছে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ