Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রযোজক সমিতির সভাপতি খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ৮:০৪ পিএম

প্রায় সাড়ে সাত বছর পর নির্বাচন হলো চলচ্চিত্রের মাদার সংগঠন প্রযোজক পরিবেশক সমিতির। দুই দফা নির্বাচনের মাধ্যমে সংগঠনটির চূড়ান্ত নেতৃত্ব ঠিক হলো আজ। গত ২৭ জুলাই প্রথম দফা নির্বাচনে সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছিলেন ১৯ জন নির্বাহী সদস্য।
আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে এফডিসিতে প্রযোজক সমিতির কার্যালয়ে দ্বিতীয় দফায় ভোট হয়েছে। প্রথম দফার নির্বাচনে যে ১৯ জন নির্বাহী সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় দফায় সে ১৯ জনই সাংগঠনিক বিভিন্ন পদের প্রার্থীদের নির্বাচিত করেছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হয়েছেন খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক হয়েছেন সামসুল আলম।
দ্বিতীয় দফার এই নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে জয়লাভ করেছেন কামাল মো: কিবরিয়া লিপু এবং সহ-সভাপতি হিসেবে জয়ী হয়েছেন মো: শহীদুল আলম। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন মো: ইকবাল ও মো: আলিম উল্যাহ। কোষাধ্যক্ষ হিসেবে জয়লাভ করেছেন মেহেদী হাসান সিদ্দিকী মনির। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন মোরশেদ খান হিমেল এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন ইলা জাহান নদী।
নির্বাচন কমিশনারের সদস্য মো: খাদেমুল ইসলাম ও মো: জালাল উদ্দিনের স্বাক্ষরিত একটি চিঠিতে এই ফল জানানো হয়।
গত ২৭ জুলাই প্রথম দফা নির্বাচনে নির্বাহী সদস্য হিসেবে জয় লাভ করেন- খোরশেদ আলম খসরু, সামসুল আলম, ইস্পাহানী আরিফ জাহান, গোলাম মো. কিবরিয়া লিপু, মেহেদী সিদ্দিকী মনির, হিমেল, রশিদুল আমীন হলি, জাহিদ হোসেন, এ জে রানা, মোহাম্মদ হোসেন, ইয়ামিন হক ববি, কামাল হাসান, অপূর্ব রায়, নাদির খান, শহীদুল আলম সাচ্চু, ইকবাল, ইলা জাহান নদী, ড্যানি সিডাক ও আলি উল্যাহ।
দীর্ঘদিন পর প্রযোজক সমিতির এ নির্বাচন চলচ্চিত্রের এই ক্রান্তিকালে সোনালী দিনের এক নতুন সূর্যের উদয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ধারণা সংগঠনটির নির্বাচিত নেতারা চলচ্চিত্রের বর্তমান দুরাবস্থা উত্তরণের উপায় বের করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ