Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে প্রথমবারের মতো অফলাইন সাবস্ক্রিপশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

বাংলা ভাষায় শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হইচই স¤প্রতি তাদের দর্শকদের জন্য নিয়ে এসেছে অফলাইন সাবস্ক্রিপশন সিস্টেম। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করার পদ্ধতি বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রচলন করা হল। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ডিজিটাল ওয়ালেট ছাড়াও সাবস্ক্রিপশন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দর্শকরা এখন হইচই এ সাবস্ক্রাইব করতে পারবেন। এরই ধারাবাহিকতায় হইচই এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের মাঝে স¤প্রতি সমঝোতা স্বাক্ষর হয়েছে। এই সমঝোতার আওতায় এখন থেকে গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে যেকোন স্মার্টফোন কিনলেই হইচই এর ৩ মাস থেকে ১ বছর মেয়াদী সাবস্ক্রিপশন কার্ড বিশেষ উপহার হিসেবে বিনাম‚ল্যে পাওয়া যাবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্বাক্ষর করেন হইচই বাংলাদেশ এর বিজনেস লিড সাকিব আর খান এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ন‚রে আলম শিমু। সমঝোতা স্বাক্ষরের এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হইচই বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান জানান, হইচইকে বাংলাদেশের সব দর্শকের কাছে পৌঁছে দিতেই আমাদের এই প্রচেষ্টা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা ডিজিটাল ওয়ালেট যারা ব্যবহার করেন না, যেমন ধরুন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারাও যেন হইচই এর কন্টেন্ট উপভোগ করতে পারেন সে কথা মাথায় রেখে আমরা সাবস্ক্রিপশন স্ক্র্যাচ কার্ড বাজারে এনেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে মানসম্পন্ন বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে দেয়ার এই প্রয়াসে আমরা গ্যাজেট অ্যান্ড গিয়ারকে পাশে পেয়েছি। গ্যাজেট অ্যান্ড গিয়ারের এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ন‚রে আলম শিমু বলেন, গ্যাজেট অ্যান্ড গিয়ার সব সময়েই যুগোপযোগী পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে এসেছে। অনলাইন এন্টারটেইনমেন্ট এখন সময়ের দাবী। গ্যাজেট অ্যান্ড গিয়ার ও হইচই দু’পক্ষই এই সমঝোতার মাধ্যমে আধুনিক যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি। প্রিমিয়াম স্মার্টফোন, অত্যাধুনিক গ্যাজেট ব্যবহারকারীদের কাছে গ্যাজেট অ্যান্ড গিয়ার একটি জনপ্রিয় নাম। ২০১০ সালে গ্যাজেট অ্যান্ড গিয়ারের যাত্রা শুরু হয়। পনেরটি আউটলেট নিয়ে তারা বর্তমানে দেশের প্রথম সারির একটি স্মার্টফোন ও প্রিমিয়াম এক্সেসরিজ এর মাল্টিব্র্যান্ডেড রিটেইল স্টোর। তারা অ্যাপল সহ আরও বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ডের অনুমোদিত বাংলাদেশি রিসেলার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ