Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বরিশালেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ৬:৪২ পিএম

বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে। দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার পর্যন্ত ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই থেকে রোববার রাত পর্যন্ত ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। সে হিসাবে রোববার রাত পর্যন্ত শেবাচিম হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। শনিবার রাত পর্যন্ত এ হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় আরও ১১ জন ভর্তি হওয়ায় রোববার রাতে এ সংখ্যা দাঁড়ায় ৫৪ জনে। এ রোগে আক্রান্তদের হাসপাতালের মেডিসিন বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীদের বিশেষ মশারী দেয়া হচ্ছে হাসপাতাল থেকে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসনে সাংবাদিকদের বলেন, বরিশালে এডিস মশা নেই বলে ধারনা করা হয়। এ পর্যন্ত যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন তাদের প্রায় সকলেই কোন না কোন কারনে সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। সেখান থেকে বাড়ি ফিরেই তারা ডেঙ্গুতে আক্রান্ত হন।
তবে হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন মুলাদীর ডেঙ্গু রোগী মো. কাহ আলম-এর স্ত্রী জানান, তার সবামী ঢাকায় যাননি। রোববার তিনি বাড়ির পাশে পানের বরজে কাজ করে ফেরার পর শরীরে জ্বর দেখা দেয়। বিকালে মুলাদীতে রক্ত পরীক্ষার পর ডেঙ্গু ধরা পরে। রাতেই তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। একই বিভাগে চিকিৎসাধীন বিএম কলেজের গণিত বিভাগের ছাত্র মীর্জা নাজিবুল হাসান জানান, ব্যক্তিগত প্রয়োজনে কিছুদিন ঢাকায় অবস্থান করে শনিবার মুলাদীর বাড়িতে ফেরেন। মঙ্গলবার কলেজ সংলগ্ন মেসে আসার পর তার শরীরে প্রচন্ড জ্বর হয়। পরবর্তীতে ডেঙ্গু ধরা পরার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ আগেই প্রস্তুুতি নিয়ে রেখেছে। ফলে বরিশালে ডেঙ্গু রোগীদের দ্রুত চিকিৎসা দিয়ে সুস্থ করা যাচ্ছে। এখন পর্যন্ত আতংকিত হওয়ার কোন কারন নেই বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ