নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মস্তিষ্কে টিউমার নিয়ে ভীষণ সংকটে পড়া বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের পাশে আবারও দাঁড়িয়েছে বিসিবি। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের সর্বপ্রথম অধিনায়ক শামীম কবিরের চিকিৎসার ব্যয়ভার বহন করবে তারা। বিসিবি আর্থিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালারও। অসুস্থ সাংবাদিক মাহবুব আলম বাবুকেও আর্থিক সহায়তা দেবে বোর্ড।
কঠিন রোগে পড়া রুবেলকে আগেও দশ লক্ষ টাকা দিয়ে সহায়তা করেছিল বিসিবি। কিন্তু এই ক্রিকেটারের সমস্যা না মেটায় গতপরশুর বোর্ড সভায় তাকে ফের সাহায্যে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান, ‘মোশাররফ হোসেন রুবেলের অবস্থা খুবই খারাপ। ওর অনেক টাকা দরকার। ওকে বোর্ড থেকে আবার ১০ লাখ টাকা দেয়া হবে। আগেও আমরা দিয়েছি।’
চায়নাম্যান স্পিনার রামচাঁদ গোয়ালা বার্ধক্যজনিত কারণে আছেন অসুস্থ, ভুগছেন অর্থনৈতিক তীব্র সংকটে। ময়মনসিংহের এই কৃতী ক্রিকেটারের পাশেও দাঁড়িয়েছে বোর্ড, ‘এছাড়া আমাদের রামচাঁদ গোয়ালা, উনার অবস্থাও খুব খারাপ। উনি আর্থিক সহায়তার আবেদন করেছেন। সে প্রেক্ষিতে আমরা তাকে ১০ লাখ টাকা দেব বলে সিদ্ধান্ত নিয়েছি।’
বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক অধিনায়ক শামীম কবির। তার চিকিৎসার পুরো খরচ মেটাবে বিসিবি, ‘আমাদের প্রথম অধিনায়ক শামীম কবিরের শরীর খুব খারাপ। উনার অস্ত্রোপচার করাতে হবে। তো আমরা ঠিক করেছি টাকা না দিয়ে উনি যে হাসপাতালে আছেন বিল যতই আসুক সেটি আমরা বিসিবি থেকে দিয়ে দেব।’ এছাড়া অসুস্থ সাংবাদিক মাহবুব আলম বাবুকে দুই লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বোর্ড সভায়।
আর্থিক সংকটে ভোগা অনেক ফেডারেশনকেই নানা সময়ে সাহায্য করে থাকে বিসিবি। এবার সেই সাহায্য পাচ্ছে কাবাডি ফেডারেশন। আগামী তিন বছর বিদেশি কোচের পুরো বেতন বিসিবি দিবে বলে জানান নাজমুল, ‘কাবাডি ফেডারেশনের ওরা আমাদের তিন বছরের জন্য একটা বাজেট দিয়েছিল। বিদেশি আন্তর্জাতিকমানের যদি কোচ নেয় তাহলে ওদের জন্য তিন বছরে ৩০ লাখ টাকা বরাদ্দ রেখেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।