মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অনেক দিন ধরেই ভারতের অস্ত্রভান্ডারকে যুগপোযোগী করতে প্রত্যয়ী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীকে নতুন কোনো বোমারু উড়োযান উপহার দিতে চাচ্ছিলেন মোদি।
সেই লক্ষ্যে এবার ভারতের অস্ত্রভান্ডারে যোগ হলো বিশ্বের ভয়ঙ্করতম বোমারু হেলিকপ্টার এএইচ ৬৪ই অ্যালপাচে গার্ডিয়ান অ্যাটাক। ভারতের ভান্ডারে থাকা পুরনো প্রযুক্তির এমআই৩৫ হেলিকপ্টারের জায়গায় এখন থেকে কাজ করবে এএইচ ৬৪ই অ্যালপাচে হেলিকপ্টারগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোট ২২টি এএইচ ৬৪ই অ্যালপাচে হেলিকপ্টার কেনার কথা রয়েছে ভারতের। গত শনিবার প্রথম ধাপে চারটি এসে পৌঁছেছে। এসব হেলিকপ্টারকে দেশটির উত্তরপ্রদেশে পাকিস্তান-ভারত সীমান্তের জিয়াবাদের বিমানবাহিনীর ঘাঁটিতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, স¤প্রতি জিয়াবাদের ওই বিমানবাহিনীর ঘাঁটিটি আক্রমণের শিকার হয়। তাই ভয়ঙ্করতম বিধ্বংসী হেলিকপ্টারটির প্রথম চারটিকে সেখানে পাঠানো হয়েছে।
ভারতীয় বিমানবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হেলিকপ্টার এএইচ ৬৪ই অ্যালপাচে গার্ডিয়ান অ্যাটাক ৩০এমএম মেশিনগান থেকে টানা ২১০০ রাউন্ড গুলি চালাতে পারে। এমনকি ট্যাংক বিধ্বংসী মিসাইল চালাতেও সক্ষম এই অত্যাধুনিক হেলিকপ্টার। এগুলো বেশ দ্রুতগতিরও। ঘণ্টায় ১৫০ নটিক্যাল মাইল গতিতে উড়তে সক্ষম এরা। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।