Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ প্রধান বরখাস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় পুলিশ প্রধানসহ আরও দুই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। অপহৃত ১৫ বছরের এক কিশোরীকে বাঁচাতে যথেষ্ট দায়িত্বপূর্ণ আচরণ না করায় বহিষ্কৃত হন তারা। তাদের বিরুদ্ধে অভিযোগ, একটি জরুরি ফোনকল পাওয়ার পরও ১৯ ঘণ্টা বিলম্ব করেছিল পুলিশ কর্তৃপক্ষ। অপহৃত কিশোরী এখনও নিখোঁজ। ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। এই ঘটনার পর গোটা রোমানিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পদচ্যুত পুলিশ প্রধানের বাসভবনের সামনে বিক্ষোভ করে শতাধিক ক্ষুব্ধ মানুষ।

বিক্ষুব্ধ জনতার তীব্র বিক্ষোভের মুখে দেশটির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যারা এই ঘটনায় দায়িত্বে অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পুরো ঘটনার জন্য কারা কারা অভিযুক্ত সেটা বিশ্লেষণ করে চিহ্নিত করার নির্দেশও দেন তারা।
অপহৃত ওই কিশোরি গত বৃহস্পতিবার সকালে ইউরোপীয়ান জরুরি সেবা বিভাগ থেকে তিনবার ফোনকল করেন। সে পুলিশের কার্যালয়ের অপারেটরকে বলে যে, তাকে এক ব্যক্তি অপহরণ করেছে। সে পাশের একটি শহর থেকে তার সাহায্য নিয়ে গাড়িতে করে (লিফট) বাড়িতে ফিরছিলেন।

পুলিশ প্রধান লোন বুডা এই ঘটনা নিয়ে সাংবাদিকদের বলেন, টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে মেয়েটি টেলিফোন অপারেটরকে বলে, ‘সে আসছে, সে আসছে।’ তবে ১৯ ঘণ্টা পর তাকে সাহায্য করার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তিনি বলেন, ‘এটা ১৯ ঘণ্টা ছিল না।’
পুলিশ প্রধান বলেন, তাদের কিছুটা বিলম্ব হলেও তারা পাশের শহর কারাকালে যান। গিয়ে কাউকেই দেখতে পান না। তবে সেখানে মানুষের শরীরের বিচ্ছিন্ন হাড়, পোশাক এবং অলঙ্কার পড়ে থাকতে দেখলেও কারও শরীরের অস্তিত্ব খুঁজে পায়নি পুলিশ।

গত শনিবার কিশোরী পাচার এবং ধর্ষণের অভিযোগে গের্গো ডিঙ্কা নামের ৬৬ বছর বয়সী এক মেকানিককে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে হাজির করার আগে আগামী ত্রিশ দিন তাকে প্রাথমিক কারাবাস ভোগ করতে হবে।

রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলা মোগা গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি পুলিশ প্রধান বুডাকে বরখাস্ত করেছেন। এছাড়া দুই কাউন্টির দুই জন শীর্ষ পুলিশ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। তবে রোমানিয়া পুলিশ আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র : নিউইয়র্ক টাইমস।



 

Show all comments
  • Haraz Uz Zaman ২৯ জুলাই, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    ঠিক কাজ করছে
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ২৯ জুলাই, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    মেয়েটির শেষ জরুরি ফোন পাওয়ার ১৯ ঘণ্টা পর্যন্ত পুলিশ বাড়িটিতে তল্লাশি চালায়নি !!!
    Total Reply(0) Reply
  • arfan ২৯ জুলাই, ২০১৯, ১:৪০ এএম says : 0
    But if it was in Bangladesh head of police department will be promoted.
    Total Reply(0) Reply
  • Sheikh Fazlur Rahman ২৯ জুলাই, ২০১৯, ১:৪০ এএম says : 0
    বাংলাদেশে এই সব ব্যর্থতার জন্য সরকারের পক্ষ থেকে পদক ঘোষণা করা হয় !
    Total Reply(0) Reply
  • Mostak Ahmad ২৯ জুলাই, ২০১৯, ১:৪০ এএম says : 0
    আর আমাদের দেশে ভয়ে জনগণ ফোনই করেনা।। এদেশে সাক্ষী হওয়া,ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়া সবচেয়ে বড় অপরাধ ও নাজেহাল হওয়া।।
    Total Reply(0) Reply
  • Mohammad Liton Chowdhury ২৯ জুলাই, ২০১৯, ১:৪১ এএম says : 0
    এটাই হচ্ছে আইনের প্রতি রেস্পেক্ট আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই তাহলে আপনি দায়িত্বের চেয়ারে বসে থেকে লাভ কি আপনার এখন অবসরে যাবার সময়
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ২৯ জুলাই, ২০১৯, ৯:২২ এএম says : 0
    Ehakei bole positive proshashon,ar amader deshe hotta, ghum dhorshon kolla kata dakati eto kisur poreo Ayn montri,shorashtro montri aynsringkhola bahinider prodhan , kehoi podoteg korenna borong ulta palta shafai gan ..
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ