মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত মাসে সুদানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় ৮৭ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির সহিংসতা তদন্তকারী দলের প্রধান। তিনি জানান, ৩ জুনের ওই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৮ জন। এর আগের সরকারি হিসেবে হতাহতের সংখ্যা আরও কম দাবি করা হয়েছিল। ৩ জুন বেসামরিক শাসনের দাবিতে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠে সুদানের রাজপথ। রবিবার রাজধানী খার্তুমের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীরা বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সেনাবাহিনীর প্রতি দাবি জানান। এক পর্যায়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। তদন্তকারী দলের প্রধান ফাদ আল রহমান সাইদ বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেসময় তাজা গুলি ব্যবহার করেছিলেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।