Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনা জেনারেল হাসাপাতালে ডেঙ্গু রোগী ভর্তি অব্যাহত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ৫:১৩ পিএম

পাবনায় জেনারেল হাসপাতালে আরও ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন । গতকাল সকালে ৭ জন এবং বিকালে ৯ জন । আজ রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন, হাসাপতালে সহকারী পরিচাল ডা: রঞ্জন কুমার দত্ত। এই নিয়ে ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। সহকারী পরিচালক জানান, ডেঙ্গু পরিস্থিতি এলার্মিং অবস্থায় নেই । মন্টু নামে পাবনার নাজিরপুরের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, এ ব্যাপারে তিনি বলেন, এই তথ্য তাকে কেউ দেয়নি কেন ? বিষয়টি তিনি খোঁজ নিয়ে জানাবেন। রোগীদের অভিযোগ ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা প্রায় ২ হাজার টাকা ব্যয়ে বাইরে থেকে করাতে হচ্ছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করে ডা: রঞ্জন কুমার দত্ত জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য এনএস কিটস হাসপাতালে নেই , যে কারণে পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করতে হচ্ছে রোগীদের। এ ছাড়া স্যালাইন এবং অন্যান্য ওষুধপত্র পর্যাপ্ত রয়েছে। ডেঙ্গু পরীক্ষার জন্য কিটস চেয়ে আইসিডিডিআর-এ পত্র দেওয়া হয়েছে। পাবনা হাসপাতালে চিকিসাধীন রোগীরা সবাই রাজধানী ঢাকা থেকে এই রোগ নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার আঁগারগাঁও -এ বসবাসরত সাঁথিয়া করমজা গ্রামের ইঞ্জি: আজিজুল ইসলাম জানান, গত ২০ জুলাই তাঁর জ্বর আসলে তিনি ঢাকা সরওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। তিনি পাবনায় চলে আসেন এবং ২৪ জুলাই পাবনা সরাকরি জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, সরওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা তো ভালো, আপনি পাবনায় আসলেন কেন? জানালেন, ভাই বাড়ির কথা মনে পড়ে চলে এসেছি। পাবনা সদর উপজেলাধীন মালঞ্চী পার গোবিন্দপুর এলাকার ৯ম শ্রেণীর ছাত্র জাকির হোসেন হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে। সে ঢাকায় যায়নি, তাহলে ডেঙ্গু হলো কি করে, এই কথার উত্তর দিয়েছেন, মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক ডা: মামুন । তিনি বলেন, আক্রান্ত রোগীকে মশারীর মধ্যে রাখতে। তা না হলে ঐ মশা অন্যজনকে কামড়ালে ডেঙ্গু ছড়িয়ে পড়ে, এভাবে রোগের বিস্তার ঘটে। পাবনা টেবুনিয়া মজিদপুর গ্রামের নিশান (১৯) তিনি ঢাকা পলিটেকনিক আর্ট এন্ড গ্রাফিক্স এর ছাত্র ৫ দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে সরওয়ার্দী হাসপাতালে ভর্তি হন, তারপর পাবনায় চলে আসেন এবং পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি। এই ভাবে রাজধানী থেকে ডেঙ্গু বহন করে পাবনায় রোগীরা চলে আসছেন। বিস্তৃত হচ্ছে রোগ। পাবনার বিশেষজ্ঞ চিৎিসকরা বলছেন, পাবনার যাঁরা ঢাকায় এই রোগে আক্রান্ত হচ্ছেন, তাঁরা ট্রাভিলিং না করে আত্মীয় স্বজনদের খবর দিয়ে ঢাকায় চিকিৎসা নিয়ে নিরাময় হতে পারেন। পাবনার অনেকেই বলছেন, সামনে পবিত্র কোরবানী ঈদ। ঈদে মানুষজনের বাড়ি আসা বন্ধ করা যাবে না। এই সময় ডেঙ্গু রোগ শুধু পাবনায় নয়, অন্য জেলাতেও বিস্তার লাভ করতে পারে। চিকিৎসা ব্যবস্থা আরও সক্রিয় রাখার পরামর্শ দিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ