Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ২:০২ পিএম

রাজধানীর মিরপুর থেকে শিমু (১৮) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে শাহআলী থানাসংলগ্ন এলাকার অ্যাভিনিউ মিরপুর-১ এর 'বি' ব্লকের ৩৩ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্বজনদের দাবি, শিমুকে হত্যা করে লাশ সিলিংফ্যানের সঙ্গে ঝুলে রাখা হয়েছে।

শিমুর চাচা মো. সায়েম বলেন, বিকালে গার্মেন্টস থেকে বাসায় ফিরে রাতের খাবারের জন্য সবজি কাটছিল। রাতে ঘরের ভেতরে এসে দেখি সবজিগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে। আর তার লাশ সিলিংফ্যানের সঙ্গে ঝুলছে।

তিনি অভিযোগ করেন, বাড়ির কেয়ারটেকার মো. মোস্তফার ছেলে ও নাতি আমার ভাতিজিকে উত্ত্যক্ত করত। কিছু দিন আগেও বিচার করে দিয়েছেন স্থানীয়রা। আমাদের সন্দেহ তাদের দিকে। এটি আত্মহত্যা নয়।

শাহআলী থানার এসআই মশিউর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুলন্ত লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ