বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কম খরচে মানুষের বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের প্রতি ১৪ দফা সুপারিশ করেছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইট-বিমস এবং ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন অ্যান্ড আরবিট্রেশন সেন্টার (বিমাক)। গতকাল শনিবার সুপ্রিমকোর্ট বার অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে এ সুপারিশ পেশ করা হয়। সেমিনারে ‘সীমিত সময়ে স্বল্প ব্যয়ে বাংলাদেশে বিচার পাওয়ার উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রামের সাবেক জেলা জজ মোহাম্মদ আবদুল হালিম। বিমস’র চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম ঠান্ডু। সেমিনারে অ্যাডভোকেট মো. আশরাফুল আলম, অ্যাক্রিডিটেড মেডিয়েটর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান, হুমায়ন কবির শিকদার, আলমগীর হোসাইন, অ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ, সহকারী অ্যাটর্নি জেনারেল ফারহানা আফরোজ, অ্যাডভোকেট সাধন কুমার বনিক প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. রাজীব কুমার গোস্বামী।
সেমিনারে পেশকৃত ১৪ দফা সুপারিশের মধ্যে রয়েছে, (১) কাড অব সিভিল প্রসিডিউর পরিপূর্ণভাবে প্রতিপালন (২) জলা ও দায়রা জজের মনিটরিং সময় বাড়ানো ও ধরন পরিবর্তন (৩) ডিজিটাল সাক্ষীর ব্যবস্থা প্রবর্তন করা (৪) আদালত ডিজিটালাইজড করা, (৫). কোর্ট কানেকটেড এডিআর ব্যবস্থা প্রবর্তন করা (আদালতের সাহায্য নিয়ে উভয়পক্ষকে নিয়ে বসে আপস-মীমাংসা ও নিষ্পত্তি) (৬) নন কোর্ট কানেকটেড এডিআর ব্যবস্থা প্রবর্তন (আদালতের বাইরে আদালতের সাহায্য নিয়ে উভয়পক্ষকে নিয়ে বসে আপস-মীমাংসা ও নিষ্পত্তির ব্যবস্থা করা) (৭) এডিআর অ্যাক্ট (আইন) প্রণয়ন (৮) পেশা হিসেবে মেডিয়েশন/আরবিট্রেশনকে স্বীকৃতি প্রদান এবং (৯) ডিআর জজ হিসেবে পদায়ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।