Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউতে হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস উদযাপন

মোট রোগীর ৩০-৩৫ ভাগ এই ক্যান্সারে আক্রান্ত

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১১:৫৯ পিএম

হেড এন্ড নেক ক্যান্সার সারা বিশ্বে একটি মারাত্মক মরনব্যাধি। বাংলাদেশে মোট ক্যান্সার রোগীর ৩০-৩৫ ভাগ হেড এন্ড নেক ক্যান্সার আক্রান্ত। মুখ, নাক, সাইনাস, মুখ গহবর, খাদ্যনালী, শ্বাসনালী, গলা, থাইরয়েড গ্রন্থি, লালা গ্রন্থি ইত্যাদির ক্যান্সারগুলিকে একত্রে হেড এন্ড নেক ক্যান্সার বলা হয়। তামাক ও এলকোহল বর্জনের মাধ্যমে এর অধিকাংশ প্রতিরোধ করা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে এই রোগ নির্ণয় করা হলে অনেকাংশে এর নিরাময় সম্ভব। কন্ঠস্বরের পরিবর্তন, খাবার গিলতে কষ্ট, মুখে ঘা, মুখ ও গলা ফুলে যাওয়া, নাকে রক্ত মিশ্রিত সর্দি প্রভৃতি হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। শুধুমাত্র তামাক জাতীয় দ্রব্যের বর্জন হেড এন্ড নেক ক্যান্সারের হার অনেক কমিয়ে আনতে পারে।
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় বিশ্ব হেড এন্ড নেক ক্যান্সার দিবস-২০১৯ উপলক্ষে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হেড এন্ড নেক অনকোলজি সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ সোসাইটি অব হেড এন্ড নেক সার্জনসের আয়োজনে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বক্তারা এসব কথা বলেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. সাহানা আখতার রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রশাসন ডা. মুহাম্মদ রফিকুল আলম. কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যান্সার দিবস উদযাপন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ