বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে কবিগান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগান পরিবেশনা করেন চট্টগ্রামের বিশিষ্ট কবিয়াল মো. আবু ইউসুফ ও কবিয়াল কাজল ভট্টাচার্য্য। গতকাল সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও সংশ্লিষ্ট উপপরিষদের সদস্য-সচিব ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা কামাল চৌধুরীর (শানু) সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ ও শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ও কবিগানের আহ্বায়ক মো. গিয়াস উদ্দীন খান। সমিতির সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ঐতিহ্যময় চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক গানের সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো সমিতি কর্তৃক এই কবিগানের আয়োজন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।