Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ-সহিংসতামুক্ত শিশুর নিরাপদ শৈশবের দাবি

এসএসসির ৯৯তম ব্যাচের মানববন্ধন

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১১:৫৯ পিএম

শিশু ধর্ষণ ও সহিংসতামুক্ত নিরাপদ শৈশবের দাবিতে মানববন্ধন করেছে এসএসসির ৯৯তম ব্যাচ। গতকাল শনিবার বিকেলে জাতীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স¤প্রতি বাংলাদেশে শিশু ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। অন্যদিকে অপরাধের ধরন আরও নৃশংস ও বর্বর হচ্ছে। বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে গত এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ২৯০ শিশু ধর্ষণে শিকার হয়েছে। যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।
বক্তারা আরো বলেন, আমরা প্রবল উদ্বেগ থেকে ১৯৯৯ সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, তারা ফেসবুকভিত্তিক গ্রুপ ‘এসএসসি ৯৯’ এর মাধ্যমে মানববন্ধন করে একত্রিত হওয়ার উদ্যোগ নেই। আমরা আমাদের পরিবার ও শিশুসন্তানদের নিয়ে মানববন্ধনে অংশগ্রহণের মধ্য দিয়ে সারাদেশে নিরাপদ পরিবেশ ও শিশু অধিকার রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার অনুরোধ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ-সহিংসতামুক্ত শিশুর নিরাপদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ