Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা পর্যটকদের জন্য বিনামূল্যে শ্রীলঙ্কার ভিসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১১:৫৯ পিএম

আগামী ১ আগস্ট থেকে শ্রীলঙ্কায় যেতে চীনের নাগরিকদের কোন ভিসা ফি লাগবে না। শ্রীলঙ্কার মন্ত্রিসভা এ ব্যাপারে একটি প্রস্তাব অনুমোদন করেছে।

চীনের একদল সাংবাদিকের শ্রীলঙ্কা সফর শেষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে মঙ্গলবার পর্যটন উন্নয়নমন্ত্রী জন আমারাতুঙ্গা বলেন, শ্রীলঙ্কার পর্যটনের জন্য চীন দ্বিতীয় বৃহত্তম বাজার। চীনা বাজারের জন্য বিনামূল্যে ভিসা নীতি চীনা পর্যটক সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। আরো যে কয়েকটি দেশকে বিনামূল্যে ভিসা সুবিধা দেয়া হচ্ছে সেগুলো হলো ভারত, নেদারল্যান্ড ও কিছু ইউরোপীয় রাষ্ট্র।

সরকারি পরিসংখ্যানে দেখা যায়, ২১ আগস্টের আত্মঘাতি হামলার পর এখন প্রতিদিন সারা বিশ্ব থেকে প্রায় ৪ হাজার পর্যটক শ্রীলঙ্কায় আসছে। গত বছর ২৮০,০০০-এর বেশি চীনা পর্যটক শ্রীলঙ্কা সফর করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ