বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, আর তবলিগ শান্তির জন্য কাজ করে যাচ্ছে। আলেম-ওলামাদের পিটানো তবলিগের কাজ হতে পারে না।
সাদপন্থীরা আলেম-ওলামাদের পিটিয়েছে। তিনি বলেন, সাদ আলেম নন, মৌলভী নয় এমনকি হাফেজও নয়। সাদপন্থীরা টাকা দিয়ে তবলিগ ওয়ালাদের খরিদ করতে চাচ্ছ্,ে তিনি সাদপন্থীদের বাতেল দাবি করে বলেন। তাদের সাথে কখনো আমরা মিলব না।
গতকাল শুক্রবার বাদ জুম্মা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি সোনারং মাঠে আয়োজিত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মধুপুরের পীর আব্দুল হামিদের সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চুশেখ প্রমুখ। এর আগে বেলা ১২টায় শাহ আহমদ শফী হেলিকপ্টারে চড়ে এসে সোনারং মাঠে অবতরণ করেন এবং মাঠে আয়োজিত জামাতে ইমামতি করেন। শেষে মুসলিম ওম্মাহর এবং মুসলমানদের শান্তির লক্ষ্যে বিশেষ দোয়া করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।