Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় শপথ নিলো ৫ শতাধিক শিক্ষার্থী

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে

গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে উল্লেখ করে গাছের সাথে বন্ধুত্ব অটুট রাখার শপথ নিয়েছে সাতক্ষীরার পাঁচ শতাধিক শিক্ষার্থী। গতকাল সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ে তুজলপুর কৃষক ক্লাব আয়োজিত ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা এই শপথ নেয়। শপথ বাক্য পাঠ করান তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয় ও তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। প্রধান অতিথি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। এক্ষেত্রে শিক্ষার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরে পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে ডালিম গাছের চারা তুলে দেন প্রধান অতিথি মীর মোস্তাক আহমেদ রবি। ডালিম গাছের চারা পেয়ে শিক্ষার্থী আবু নাসির অনুভূতি ব্যক্ত করে বলে, আমরা আজ অত্যন্ত খুশি। এখন থেকে বাড়ির আশেপাশে বেশি বেশি গাছ লাগাবো, নিয়মিত গাছের পরিচর্যা করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরায় শপথ নিলো ৫ শতাধিক শিক্ষার্থী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ