Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সউদী বাদশাহর মেহমান হিসেবে হজ করবেন ওরা ২০০ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

গত মার্চে ক্রাইস্ট চার্চে নৃশংস ব্রাশফায়ারে নিহতদের ২০০ জীবিত স্বজন সউদী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সউদের মেহমান হিসেবে হজ পালন করবেন। গতকাল তাদের বিদায় জানিয়েছে স্থানীয় মুসলিমরা। সেখানে আরো ছিলেন নিউজিল্যান্ডে সউদী রাষ্ট্রদূত।
হজযাত্রী দলের সদস্য আয়া আল-উমারী বলেন, তিনি মনে করেন, তার ভাই তার সাথে থাকবেন এবং তিনি আগামী মাসে অনুষ্ঠিতব্য হজে অংশ নেয়ার জন্য মক্কা সফরে যাচ্ছেন।

আল-উমারী হলেন ক্রাইস্টচার্চ মসজিদের গুলিতে নিহতদের ২০০ জীবিত আত্মীয়র অন্তর্ভুক্ত যারা বাদশাহ সালমানের অতিথি হিসেবে সউদী আরব সফর ও হজ পালন করবেন। গতকাল শুক্রবার নিউজিল্যান্ডে সউদী রাষ্ট্রদূত আল নূর মসজিদে হজযাত্রীদের বিদায় জানান। গত মার্চ মাসে এক বন্দুকধারী ৫১ জনকে হত্যা করেছিল এই মসজিদে।

আল-উমরীর ৩৫ বছর বয়সী ভাই হুসেন নিহতদের মধ্যে ছিলেন।
তিনি বলেন, বাদশাহ সালমান এই সফরের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এটিও তার সম্মানের বিষয় যে, তার ভিসার নথি প্রমাণ করবে, তিনি দুইটি পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের মেহমান হিসেবে হজ পালনে যাচ্ছেন। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ