Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজের তৃতীয় দল খুঁজছে বিসিবিr

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করায় বিপাকেই পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। কেননা সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে আফ্রিকার এই নামটি উচ্চারিত হয়েছিল। কিন্তু বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক দলটি নিষিদ্ধ হওয়ায় আসন্ন তিন জাতির এই টুর্নামেন্টের জন্য নতুন দল খুঁজতে হচ্ছে বিসিবিকে। তবে খোঁজাখুঁজির পরে যদি কোন দল পাওয়া না যায় তাহলে আফগানিস্তানকে নিয়ে মাঠে গড়াবে দ্বিপাক্ষিক সিরিজ।
গতপরশু বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তার দেওয়া তথ্যমতে, ‘আমি পুরোপুরি পরিষ্কার না। তবে যতটুকু জানি যে আমরা জিম্বাবুয়ে ছাড়াই সিরিজটা খেলব। আইসিসির মিটিংয়ের আগেই আমরা ক্যালেন্ডার করেছি। এখন হয়ত দু এক দিনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নেব। খুব সম্ভবত জিম্বাবুয়েকে ছাড়াই করছি।’ তৃতীয় কোন দল কি আপনারা খুঁজছেন? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে আকরাম জানালেন, ‘যারা খালি থাকবে তাদেরকে আমরা চেস্টা করব। তবে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ