Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণের জন্য সতর্কবার্তা : কিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পরে এর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উত্তর কোরিয়া বলেছে, এটি ছিল দক্ষিণ কোরিয়ার ‘যুদ্ধবাজদের’ জন্য সতর্কবার্তা, যাতে তারা অস্ত্র আমদানি ও যৌথ সামরিক মহড়া বন্ধ করে। শুক্রবার দেশটির শীর্ষ নেতা কিম জং উনের দেয়া এই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের দিকেও ইঙ্গিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। শীর্ষ নেতা কিম জং উন উপস্থিত থেকে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এটি ছিল পিয়ংইয়ংয়ের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। উন বলেছেন, দক্ষিণে অবস্থানরত আমাদের দেশের নিরাপত্তার জন্য সরাসরি সম্ভাব্য হুমকি অপসারণে আমরা অপ্রতিরোধ্য প্রচÐ শক্তিশারী অস্ত্র ব্যবস্থার উন্নয়ন বন্ধ রাখতে পারি না।’ দক্ষিণ কোরিয়া শান্তিকে সমর্থন জানিয়ে একইসঙ্গে অস্ত্র আমদানির মাধ্যমে ‘দ্বৈত আচরণ’ করছে বলেও অভিযোগ করেন উন। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘দক্ষিণ কোরিয়ার সামরিক যুদ্ধবাজদের জন্য আনুষ্ঠানিক সতর্কবার্তা’ বলেও মন্তব্য করেছেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ