Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কম সময়ে জমির খতিয়ান প্রাপ্তির আবেদন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে জনগনের দোরগড়ায় সরকারি সেবা ও ডিজিটাল প্রযুক্তির সুবিধা সকলের নিকট পৌঁছে দেয়ার জন্য স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর মাধ্যমে জমির খতিয়ান প্রাপ্তির আবেদন কার্যক্রমের উ™ে¦াধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। গত রোববার সকালে আগানগর ইউনিয়ন পরিষদে এই সেবা কার্যক্রমর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আগানগরের আমবাগিচা মহিলা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত অবহিতকরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠানে কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, ঢাকা জেলার ৭৭টি উপজেলা, ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণ খতিয়ন বা পর্চা প্রাপ্তির জন্য মাত্র ১২০ টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন এবং ৭দিনের মধ্যে বাড়ীতে রেজিস্ট্রাড ডাকযোগে খতিয়ন পেয়ে যাবেন। জেলা প্রশাসকের কার্যালয়ে বারবার আসা যাওয়া করা লাগবে না। এতে করে সেবা প্রার্থীদের সময় ও অর্থের সাশ্রয় হবে এবং জনগনের হয়রানীও হ্রাস পাবে। এসময় ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আল মামুন (শিক্ষা ও আইসিটি), কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কম সময়ে জমির খতিয়ান প্রাপ্তির আবেদন কার্যক্রমের উদ্বোধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ