মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে দাতার শরীর থেকে নেয়া অঙ্গ রোগীর শরীরে প্রতিস্থাপন করার সফল অস্ত্রোপচার এখন আর বিরল নয়। আর এই কাজকে সফল করতে বড় ভূমিকা পালন করেন ট্র্যাফিক পুলিশরা। অঙ্গ যাতে দ্রæত নির্দিষ্ট হাসপাতালে প্রতিস্থাপনের জন্যে পৌঁছে দেয়া যায়, তা সুনিশ্চিত করতে গ্রিন করিডোর তৈরি করে দেয়ার গুরুভার হাতে তুলে নেন তাঁরাই। এবার আরও এক ধাপ এগিয়ে প্রায় ৮৪ কিমি পথ জুড়ে সুপার ফাস্ট গ্রিন করিডোর করা হলো। এক রোগীর ক্যানসার আক্রান্ত হাড় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে হাড় থেকে ক্যানসার সেল বাদ দিয়ে ফের একবার রোগীর শরীরে প্রতিস্থাপিত হলো রেকর্ড সময়ে। ৩২ বছর বয়সী রোগীর বিরল এই অস্ত্রোপচার বেঙ্গালুরুতে এই প্রথম বলেই জানিয়েছেন চিকিৎসকরা। বেঙ্গালুরুর প্রক্রিয়া হাসপাতালে অস্ত্রোপচার হয় ক্যানসার আক্রান্ত ওই রোগীর। ক্যানসার আক্রান্ত হাড় নিয়ে যাওয়া হয় ফর্টিস হাসপাতালে। সেখানে প্রয়োজনীয় রেডিয়েশন শেষে সেই হাড় প্রক্রিয়া হাসপাতালে ফিরিয়ে এনে পুনরায় প্রতিস্থাপন করা হয় রোগীর শরীরে। মোট ২ ঘন্টা ১০ মিনিট সময়ে সব কাজ সম্পূর্ণ হয়েছে। অন্যান্য অঙ্গের মতো মানুষের হাড়েরও শেল্ফ লাইফ ৪ থেকে ৫ ঘন্টার। প্রক্রিয়া হাসপাতালের অর্থো-অনকোলজিস্ট বিভাগের প্রধান ডা শ্রীনিবাস সিএইচ জানিয়েছেন, রোগীর কনড্রোসারকোমা (পেলভিক বোন ক্যানসার) ধরা পড়েছিল। আধুনিক এই অস্ত্রোপচারের পর তিনি এখন ক্যানসারমুক্ত। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।