Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনকে হুঁশিয়ারি রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

রুশ তেল ট্যাংকার আটকের পর ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আগে আমরা দেখছি আসলে কী ঘটেছে। তারা যদি রুশদেরকে পণবন্দী করে থাকে তাহলে তা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে এবং তা স্বল্প সময়ের মধ্যেই। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইজমাইল বন্দর থেকে রাশিয়ার একটি তেলের ট্যাংকার আটকের দাবি করার পর মস্কো এ প্রতিক্রিয়া জানালো। সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গত নভেম্বরে কৃষ্ণসাগরের কার্চ প্রণালীতে ইউক্রেনের নৌবাহিনীর জাহাজগুলোর পথ অবরোধ করে রাশিয়ার পতাকাবাহী ‘নিকা স্পিরিট’ নামের এই জাহাজ। এ কারণে এই জাহাজকে আটক করা হয়েছে। তখন ট্যাংকারের নাম ছিল ‘নেইমা’। অনলাইন মেরিন ট্র্যাফিকের তথ্য মতে, জাহাজটি ইউক্রেনিয়ান-রোমানিয়ান সীমান্তে অবস্থান করছে।পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ