Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনপ্রিয়তা বেড়েছে শেখ হাসিনার

সবচেয়ে সফল মন্ত্রী ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:২৮ এএম

বর্তমান সরকারের প্রথম ছয় মাসে সবচেয়ে সফল মন্ত্রী ওবায়দুল কাদের। ৪১ শতাংশ মানুষ মনে করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী তার মন্ত্রণালয়ের কাজে সব সময় সক্রিয় ছিলেন।

কলরেডি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য উঠে এসেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে ১০ শতাংশ বেড়ে ৮০ শতাংশে হয়েছে বলে ওই জরিপে এসেছে।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। জরিপের ফল উপস্থাপন করেন সংগঠনের প্রধান গবেষক অধ্যাপক আবুল হাসনাৎ। আবুল হাসনাৎ জানান, সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত টেলিফোনের মাধ্যমে ১ হাজার ২৫৫ জনের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৬ শতাংশ পুরুষ, ২৪ শতাংশ নারী। জাতীয় নির্বাচনের আগে ও পরে দুটি জরিপ পরিচালনা করেছিল সংস্থাটি।

আবুল হাসনাৎ বলেন, জরিপে অংশ নেয়া ব্যক্তিরা সরকারের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। জরিপের গ্রহণযোগ্যতা সম্পর্কে বলতে গিয়ে আবুল হাসানাৎ দাবি করেন, টিআইবি গবেষণায় সঠিক পদ্ধতি অনুসরণ করে না। তারা এজেন্ডা নিয়ে কাজ করে। আমাদের তা নেই।

আবুল হাসানাৎ বলেন, সফল মন্ত্রীদের তালিকায় ২০ জনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ওবায়দুল কাদের। ২৯ শতাংশ ব্যক্তির মত অনুসারে, শিক্ষামন্ত্রী দীপু মনি দ্বিতীয় সফল মন্ত্রী। জরিপে বলা হয়েছে, ৫৪ দশমিক ৯৮ শতাংশ মানুষ মনে করেন, সরকার আগের চেয়ে ভালো করছে। ৩৪ দশমিক ৩৪ শতাংশ মনে করে, সরকার আগে যা ছিল, এখনো তাই আছে। ১০ দশমিক ৬৮ শতাংশ মনে করে, সরকার আগের চেয়ে খারাপ বা খুব খারাপ করছে।

জরিপে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ছয় মাসের কর্মকাÐে সন্তোষ প্রকাশ করেছেন ৭৯ দশমিক ৭৫ শতাংশ অংশগ্রহণকারী। আগের জরিপে এই হার ছিল ৭০ শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২১ দশমিক ৬৮ শতাংশ মানুষ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন নির্ধারিত সময়ে মেগা প্রকল্পের বাস্তবায়ন। এর বাইরে ১৫ দশমিক ২৫ শতাংশ অপরাধ নিয়ন্ত্রণ, ৭ দশমিক ১৯ শতাংশ অবকাঠামোগত উন্নয়ন ও ৫ দশমিক শূন্য ১ শতাংশ দুর্নীতি প্রতিরোধকে সরকারের চ্যালেঞ্জ মনে করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি কাজী আহমেদ পারভেজ ও কলরেডির প্রধান নির্বাহী কর্মকর্তা আজাদ আবুল কালাম।



 

Show all comments
  • Aminur Rahman Chowdhury ২৬ জুলাই, ২০১৯, ৩:৩৫ এএম says : 0
    উনি হার্টের ব্লকের সমাধানে বাইপাস সার্জারি করে ফিট আছেন।কিন্তু দেশের সড়ক মহা সড়ক গুলোর যে সব বড় বড় গর্ত সৃষ্টি হয়ে আনফিট আজ, এগুলোতে চলাচলে গাড়ির ইন্জিন ব্লক হয়ে যাচ্ছে, যান বন্ধ, যানযট বেঁধে যাচ্ছে, এর সমাধানে বোধহয় জরুরি ভিক্তিতে সড়ক মহা সড়কের ও বাইপাস তৈরি করা লাগবে।
    Total Reply(0) Reply
  • Mohammad Mohshin ২৬ জুলাই, ২০১৯, ৩:৩৬ এএম says : 0
    অনলাইনে ভোট নিয়া দেখেন ৭% ভোট পক্ষে পড়বে আর বাকী ৯৩%ভোট বিপক্ষে পড়বে।
    Total Reply(0) Reply
  • হোসাইন জেবাল ২৬ জুলাই, ২০১৯, ৩:৩৬ এএম says : 0
    তাহলে সচ্ছ একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন ।মানুষ কাকে ভোট দেয়।পয়সা দিয়ে জরিপ করালেতো ফল এমনি হয়।
    Total Reply(0) Reply
  • Imran Khan ২৬ জুলাই, ২০১৯, ৩:৩৭ এএম says : 0
    দূরভাগ্য আমাদের এটাও বিশ্বাস করতে হবে এখন
    Total Reply(0) Reply
  • Rabiul Goni ২৬ জুলাই, ২০১৯, ৩:৪০ এএম says : 0
    দেশবাসী এসব কথা শুনলে লজ্জায় মুখ ঢাকে।
    Total Reply(0) Reply
  • HABIB ২৬ জুলাই, ২০১৯, ১০:৩৭ এএম says : 0
    We are very shame about Mr Ubaidul Kader comments.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ