Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের লোকসভায় তিন তালাক নিষিদ্ধ বিল পাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০১ এএম


দীর্ঘদিন ধরে চলছিল টানাপোড়েন। অবশেষে তিন তালাক বিল পাস হয়ে গেল ভারতের লোকসভায়। গতকাল লোকসভায় এই বিল পাস হল। এই বিল অনুসারে তিন তালাক দেয়ার অপরাধে এক পুরুষের কারাদÐ হতে পারে। তিনবার পরপর তালাক বলে ডিভোর্স দেয়ার রীতি মুসলিম ধর্মে রয়েছে, তাকেই এই বিলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। বিল পাস হওয়ার আগে যে বিতর্ক চলছিল, সেই সময় ওয়াক আউট করে নীতিশ কুমারের জনতা দল। তাদের দাবি, এই বিলের জন্য সমাজে বিশ্বাসের অভাব হবে।

মুসলিম ওমেন বিল এনে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, এর মাধ্যমে নারী-পুরুষের সমান অধিকার প্রাধান্য পাবে। তিনি আরো বলেন, পাকিস্তান, মালয়েশিয়াসহ বিশ্বের ২০টি দেশ যদি তিন তালাক নিষিদ্ধ করতে পারে, তাহলে আমরা পারব না কেন?’
বিরোধীদের দাবি, একটি পার্লামেন্টারি কমিটি তৈরি করে বিরোধীদের নিয়ে আলোচনা করা দরকার ছিল। কেন এত তাড়াতাড়ি এই বিল পাস করানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম বিল যেটা লোকসভায় পেশ করা হয়। এই বিলকে বারবার মুসলিম-বিরোধী বলে উল্লেখ করেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। সূত্র : কোলকাতা২৪।



 

Show all comments
  • ash ২৬ জুলাই, ২০১৯, ৯:৫১ এএম says : 0
    GOOD !! AMON SYSTEM AMADER DESH E O KORA WICHITH
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ