Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আবারও পিরোজপুরে সহকারী কমিশনারের স্ত্রী অদিতি বড়ালের পেটে রহস্যজনক ছুরিকাঘাত

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ৫:০০ পিএম

পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালের পেটে রহস্যজনক ছুড়িকাঘাতের ঘটনা ঘটেছে। তবে অদিতি বড়ালের অভিযোগ বিগত আক্রমনের ন্যায় এক যুবক তার বাসায় প্রবেশ করে তার পেটে ছুড়ি দিয়ে আঘাত করে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরে জেলা প্রশাসনের ডরমেটরি ভবনে সহকারী কমিশনার (ভূমি) রামনন্দ পালের বাসায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
অদিতি বড়াল (২৭) বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও সাবেক মহিলা সংসদ সদস্য হ্যাপি বড়ালের কন্যা।
এর আগে রামানন্দ পাল বেতাগী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে থাকাকালে ২০১৮ সালের ৩ জুলাই তাকে আরো একবার ছুরিকাঘাত করা হয় এবং পিরোজপুরের একই বাসায় থাকাকালীন সময়ে ২০১৮ সালের ৮ জুলাই রাতে একাই ভাবে তার পেটে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

কিন্তু হামলার বিষয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হয়নি সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল। প্রাথমিক চিকিৎসা শেষে অদিতি বড়াল কে বাসায় নিয়ে যান সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল সরোয়ার বলেন, অদিতি বড়ালের পেটের নিচে দিকে আঘাত করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ঘটনার বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, এর আগেও তার উপর একাধীক বার হামলার ঘটনা ঘটেছে। তাই বিষয়টি পুলিশ গুরুত্বেও সাথে তদন্ত করে দেখছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালের পেটে আঘাত নিয়ে সন্দেহ করেছে অনেকে। তার পেটের ছুড়ির আঘাতকে অনেকে আত্মহত্যার চেষ্টা বলছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ